×
ব্রেকিং নিউজ :
ইন্ডিয়ায় হারানো আইফোন উদ্ধার আ.লীগ নেতা বাবুল হত্যার প্রধান আসামী বাঘা পৌরসভার মেয়র আক্কাছ ঢাকায় গ্রেপ্তার। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ইরানের প্রেসিডেন্ট ডঃ সাইয়্যেদ ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে শাহরিয়ার আলম এমপির শোক প্রকাশ শাবনম ফারিয়া একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল। রাজশাহী গোদাগাড়ীর সীমান্তবর্তী দূর্গম চর হতে ০৩ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বয়স্ক রিকশা চালকদের রিকশায় যাতায়াত এড়িয়ে চলুন গাইবান্ধার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পলাশবাড়ীতে নিয়মিতভাবে স্বাভাবিক প্রসবের পাশাপাশি, ১৯ মার্চ থেকে নিয়মিতভাবে শুরু হয়েছে সিজারিয়ান সেকশনের কার্যক্রম। রকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। মস্তিষ্কের এই জটিল অস্ত্রোপচারটিমাথার হাড় এবং মস্তিষ্কের পর্দায় আঘাত
  • প্রকাশিত : ২০২০-০৮-১৪
  • ৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাধীনবাংলা, নিউজ ডেস্কঃ

শোকাবহ ১৫ই আগস্ট আজ। ৭৫ এর এই দিনে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে।

বাংলাদেশের স্থপতি, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা চেয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে। তবে তারা জানতো না, ব্যক্তিকে হত্যা করা গেলেও মহানায়কেরা ইতিহাসে থাকে চির সমুজ্জল।

সেদিন ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব, বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল, শেখ জামাল শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল রোজি জামাল। পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ মেয়ে বেবি, সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু কর্নেল জামিলসহ পরিবারের ১৬ সদস্য ঘনিষ্ঠজন। সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

 

প্রতি বছর দিনটি আসে বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। পুরো জাতি গভীর শোক শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করে। বছর করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতেও জাতীয় শোক দিবসকে সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকে আওয়ামী লীগ সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।

 

আজ জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ভাবগাম্ভীর্যে পালন করা হবে। সরকারি বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে মহান আল্লাহর দরবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।

দীর্ঘদিন ধরেই চলছিলো ষড়যন্ত্র। চূড়ান্ত আঘাতের দিনক্ষণ আগেই ঠিক করা। ১৫ আগস্ট ভোরই হবে বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রামের বিজয়ী মহানায়ক হত্যার ক্ষণ। প্রস্তুতি দৃশ্যমান হতে শুরু করে ৭৫ এর ১৪ আগষ্ট বিকেল থেকে।

রাত আনুমানিক ১০টা। বেঙ্গল ল্যান্সারের টি ফিফটি ফোর ট্যাংকগুলো বেরিয়ে পড়ে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। তেজগাঁও বিমানবন্দরের কাছে জড়ো হয় খুনিরা। পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন খুনি মেজর ফারুক। মূল টার্গেট বঙ্গবন্ধুর বাড়ি। আক্রমণের নেতৃত্বে খুনি মেজর মহিউদ্দিন।

ভোর ৫টা ১০ মিনিট। ঘাতক দল পৌঁছে যায় ধানমন্ডির শেখ ফজলুল হক মনির বাসায়। স্টেনগান আর ব্রাশফায়ার মুহুর্তেই কেড়ে নেয় শেখ মনি তার স্ত্রীর প্রাণ।

ভোর ৫টা ১৫ মিনিট। ধানমণ্ডির আব্দুর রব সেরনিয়াবাতের বাসায় খুনিরা এক একে খুন করে ১৩ জনকে।

ভোর .৩০ মিনিট। শেখ মনি আর সেরনিয়াবাতের বাড়িতে হত্যাযজ্ঞ চালিয়ে ঘাতকদের দল তখন ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর ৬৭৭ নম্বর বাড়ির গেটে। প্রথমেই তারা হত্যা করে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালকে।

ভোর .৫০ মিনিট। গুলির শব্দে দোতলার দরজা খুলে নিচে নেমে আসার সময় খুনিদের ধমকাতে থাকেন বঙ্গবন্ধু। সিঁড়ির মাঝামাঝি এসে দাঁড়াতেই, ঘাতকদের গুলি। স্বাধীন বাংলাদেশের স্থপতি পড়ে আছেন সিঁড়িতে। নিথর।

তখনও শেষ হয়নি হত্যাকাণ্ড। খুনিরা একে একে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ জামাল, দুই পূত্রবধূ রোজী জামাল, সুলতানা কামালকে হত্যা করে, রেহাই দেয়নি ছোট্ট রাসেলকেও।

এত বিশ্বাসঘাতকদের ভিড়েও, অসম সাহসে বঙ্গবন্ধুকে বাঁচাতে চেয়েছিলেন সামরিক সচিব কর্নেল জামিল। খুন হতে হয় তাকেও।

ইতিহাসের এমন করুণ মৃত্যুতে সেদিন কাঁদতে পারেনি বাঙালী। তবে চাপা কষ্টে সেদিন কেঁদেছিল প্রকৃতি। ঘাতক বুলেট সেদিন জাতির পিতার প্রাণ কেড়ে নিলেও মুছে দিতে পারেনি সেই অবিনাশী নাম।

ইতিহাস বলে, বীরের মৃত্যু নেই। যদিও যুগে যুগে অনেক বীরকেই হত্যার শিকার হতে হয়েছে ষড়যন্ত্রকারীদের হাতে। পার্থক্য হচ্ছে, ষড়যন্ত্রকারীরা ইতিহাসে কাপুরুষ হিসেবে চিহ্নিত। আর বীরেরা বেঁচে থাকেন মহাকালে, মহানায়ক রূপে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat