গত ২৮-২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ কর্তৃক আয়োজিত "DU Pharma Fest -2024" অনুষ্ঠিত হয়। পোস্টার প্রেজেন্টেশন "Unlocking the Potential of Rutin: An Exploration of its Healing Power against Peptic Ulcer Disease" টপিক নিয়ে রিভিও ক্যাটাগরিতে বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজিদুর রহমান আকাশ ও জাহিদুল হক হিমু অংশ গ্রহন করেন। এই ক্যাটাগরিতে বিভিন্ন সরকারী, বেসরকারী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ ৩৭টি টিম অংশ গ্রহণ করে। দলগুলোর মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সাজিদুর রহমান আকাশের নেতৃত্বে "The Side Effects" টিম উক্ত প্রতিযোগী দলগুলোকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য সাজিদুর রহমান আকাশ গতবছরও অংশ গ্রহণ করেছিলেন। তার দল DU Pharma Fest -2023 এর পোস্টার প্রেজেন্টেশন ক্যাটাগরিতে রার্নাস আপ হয়েছিলো।