লম্বা সময় পর ডেভিড মিলারের বাংলাদেশে ফেরা। ২০১৫ সালের পর দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে দ্বিপক্ষীয় সফরে আসেনি। তাই খেলার সুযোগ হয়নি মিলারেরও। বিপিএলের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ব্যাটসম্যানকে যুক্ত করেছে ফরচুন বরিশাল। যারা আগামীকাল এলিমিনেটর ম্যাচে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।
বিপিএলে এবার বিদেশী খেলোয়াড় আসছেন, খেলছেন, চলে যাচ্ছেন। তাই দলের ছন্দ ধরে রাখার ব্যাপারটি এবার নেই। মিলারকে শেষ মুহূর্তে নিয়ে এসে বরিশাল শক্তি বাড়ালেও এই দলটি সম্পর্কে তার খুব একটা জানা নেই। তবে তার দিনে তিনি কতটা ভয়ংকর তা তো সবারই জানা। পরিসংখ্যানও একই কথা বলছে। তবে বয়সের সঙ্গে সঙ্গে তার ক্যারিয়ারও যেন নব যৌবনে ভরপুর হয়ে উঠেছে।
ত্রিশের পর মিলার যেন উড়ছেন দুই পাখা মেলে। তাই তো নিজের অভিজ্ঞতা, পারফরম্যান্স, বয়স এবং খেলার সামর্থ্য সবকিছুকে তিনি তুলনা করলেন রেড ওয়াইনের সঙ্গে। বলা হয়, ‘রেড ওয়াইন যতো পুরানো, স্বাদ ততো ভাল।’ মিলার সেই কথা বোঝাতে গিয়ে বললেন, ‘আমি ঠিক নিশ্চিত নই এখানে কেউ ড্রিংকস করেন কিনা। কিন্তু কথায় আছে, রেড ওয়াইন বয়সের সঙ্গে পরিপক্ক হয়। এজন্য আমি মনে করি, আপনার বয়স যতো বাড়ছে ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ততো বাড়ছে।’
‘পুরোনো ব্যর্থতা থেকে শিখতে পারছেন। অনেক ক্রিকেটারের মতো, আপনি কখনোই খেলাটা পুরোপুরি আয়ত্বে আনতে পারবেন না। এজন্য আপনাকে ধারাবাহিক শিখতে হবে। যা একেক সময় আপনার কাজে আসবে। এজন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে সঙ্গে শেখার চেষ্টাও করে যেতে হবে।’ – আরও যোগ করেন মিলার।