জার্মানির উত্তরাঞ্চলীয় রাজ্য লোয়ার স্যাক্সনিতে দেশটির সেনাবাহিনী বুন্ডেসভেয়ারের এক সেনাসদস্য চার বেসামরিক নাগরিককে গুলি করে হত্যার পর আত্মসমর্পণ করেছেন৷ নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও সরকারি কৌঁসুলিরা৷
রোটেনবুর্গ পুলিশ ও ফের্ডেনে কৌঁসুলির কার্যালয় থেকে ইস্যু করা একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে দুটি স্থান থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এর মধ্যে এক শিশুর মরদেহও রয়েছে৷
কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, বর্তমান সন্দেহভাজন বুন্ডেসভেয়ার সৈন্য অপরাধ ঘটানোর কিছুক্ষণ পরই আত্মসমর্পণ করেন এবং পুলিশ কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন৷
বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত চলছে এবং এই হত্যাকণ্ডের উদ্দেশ্য নিশ্চিত হতে পারেনি পুলিশ এবং