রাজধানীর পূর্বাচলে পিকনিকের একটি দোতলা বাস দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন। বাসটি তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পিকনিকে যাচ্ছিল। শনিবার সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ঢাকা জোন-৩) মুহাম্মদ সফিকুল ইসলাম ঢাকা টাইমসকে জানান, সকালে ঢাকা থেকে বিআরটিসির একটি দোতলা পিকনিকের বাস পূর্বাচল সী-সেল পার্কে যাচ্ছিল। তিনশ ফিট সড়কের তিন নম্বর ব্রিজের আন্ডারপাসে এটি দুর্ঘটনায় পড়ে। আন্ডারপাস পার হওয়ার সময় এটি এক পাশের দেওয়ালে আটকে যায়।
খবর পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পাঠানো হয়।
জানা গেছে, বাসটিতে তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য ছিলেন।