- প্রকাশিত : ২০২৪-০২-২০
- ১৪৩ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ময়মনসিংহ-ঢাকা রুটে আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক ঢাকা পোস্টকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেন জামালপুরের তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসে। ময়মনসিংহের গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে কিছুটা দূরে চলে যায়। পরে আধা ঘণ্টার মধ্যেই তিনটি বগির সংযোগ শেষে ট্রেনটি ছেড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..