স্বাধীনবাংলা, বরিশাল প্রতিনিধি :
পটুয়াখালীর কুয়াকাটায় ‘কিংস’ নামের একটি আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে। এসময় জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৪০ টাকা ও মোবাইলফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে মহিপুর থানা পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান (২৯), মহিপুরের সামসুল হক মুন্সির ছেলে কলিম মাহামুদ (৩২), আলমগীর হাওলাদারের ছেলে রবিউল (২৭), ইউসুফ আলী নায়েবের ছেলে গোলাম মাওলা (৩০) ও দুমকির পাঙ্গাশিয়ার জালাল খানের ছেলে কুয়াকাটা বনানী প্যালেসের ম্যানেজার শাহিন খান (৩৫)।
মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল কিংসে অভিযান পরিচালনা করা হয়। তখন ওই হোটেলের ১০২নং কক্ষে জুয়ার আসর চলছিল। অভিযানকালে আসর পরিচালনাকারী ছাত্রলীগ নেতা মজিবর রহমানের নেতৃত্বে জুয়াড়িরা পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জুয়াসহ অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে। অভিযান চলাকালে পুলিশের ওপর আক্রমণের চেষ্টা করে জুয়াড়িরা। জুয়া খেলা, পুলিশের ওপর হামলার চেষ্টা এবং সরকারি কাজে বাঁধা প্রদানের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।