প্রেমের কথা স্বীকার করলেও কখনো প্রেমিককে সামনে আনেননি চিত্রনায়িকা অধরা খান। পারিবারিকভাবে বাগদান হলেও দুজনের একসঙ্গে ছবি সেভাবে সামনে আনেননি।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) অধরার প্রেমিকের জন্মদিন। প্রেমের কথা সরাসরি স্বীকার না করতে চাইলেও জানিয়ে দিলেন, তাদের সম্পর্ক পারিবারিকভাবে স্বীকৃত।
অধরার ভাষ্য, পারিবারিকভাবে বিয়েটা অনেক আগে থেকে ঠিক হয়ে আছে। ২০১৩ সালে বাগদান হয়েছে।
অধরা বলেন, তার (প্রেমিক) নাম ফয়সাল। পারিবারিকভাবেই আমাদের পরিচয়। এভাবেই সম্পর্ক। তিনি এখন কানাডায় থাকেন। পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কাজ করছেন। এছাড়া নেটওয়ার্কিংয়ের ওপর তার বই আছে।
অধরা আরও জানালেন, বিয়ের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
সময় পেলেই অধরা ছুটে যান কানাডায়। অথবা দুজনে মিলে অন্য কোনো দেশ থেকে ঘুরে আসেন বলেও জানান তিনি।