নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরো ৫৪ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এই এলাকা থেকে ১৫৬ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর হাতিরঝিল ও আশেপাশের এলাকায় বিনোদনপ্রেমী ঘুরতে আসেন। বিনোদনপ্রেমীদের অবসর উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার হাতিরঝিল ও আশেপাশের এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫৪ জনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ ও ডিএমপি’র বিশেষ টিম।
মো. সোহেল রানা আরও জানান, যাচাই-বাছাই শেষে আটকদের মধ্যে ৪৩ জনকে শর্তসাপেক্ষে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে ডিএমপি বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে অভিযান চালাচ্ছে পুলিশ। বেশ কয়েকটি অভিযানে এখন পর্যন্ত ১৫৬ জনকে আটক করা হলো।