

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে ‘মাদক ছাড়ো খেলা ধরো’স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট৷
বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল ৩টায় ২নং ওয়ার্ডের
খন্দকার দড়িকান্দি মাঠে হাজী আবুল হাসেম রতনের আয়োজনে সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নার সভাপতিত্বে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হােসেন খােকা।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে খেলায় অংশ গ্রহণ করেছে দুটি দল মুস্তারাবাদ বনাম সোনারগাঁও কিংস ক্লাব।উক্ত খেলায় মুস্তারাবাদ বনাম সোনারগাঁও কিংস ক্লাব দুটি দলেরই ১-১ গোলে খেলাটি ড্র হয়।
এ সময় সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হােসেন খােকা ৷বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, জাতীয়পার্টির আহব্বায়ক আবুল হোসেন,,হারুন অর রশিদ মেম্বার,ফিরোজ মেম্বার,মোমেন মেম্বার, হাজী ফজলুল হক মেম্বার, সেকান্দর মাষ্টার, হালিম সরকার, আতাউর রহমান, রিপন,বারদী ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, আসন্ন সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামলী স্কয়ার চৌধুরী, দৈনিক অধিকার সোনারগাঁও প্রতিনিধি নজরুল ইসলাম শুভ , যায়যায়দিন সোনারগাঁ প্রতিনিধি কামরুজ্জামান রানা, ডেইলি বাংলাদেশ সোনারগাঁও প্রতিনিধি সুমন আল হাসান, বিজয় টিভি সোনারগাঁও প্রতিনিধি অনিক, সহ অন্যান্য গণমাধ্যম ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
সুমন আল হাসান
সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধি