prothombarta24

দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের এক গ্রামে ঘটেছে এই ঘটনা। ১৪টি হাতি খাবারের খোঁজে আচমকা হানা দিয়েছিল মদ প্রস্তুতকারক একটি বাড়িতে। সেখানে গম থেকে উত্পন্ন করা হচ্ছিল মদ। হাতিরা খাবার না পেয়ে গুদাম তছনছ করে দিয়ে যায়। কিন্তু ওই দুই হাতি ৩০ লিটার মদ পান করে ফেলে।

এর পরই শুরু হয় ওই দুই হাতির তাণ্ডব। মাতাল অবস্থায় এরপর ওই দুই হাতি জঙ্গলের পথে পাড়ি দেয়। কিন্তু বেসামাল অবস্থায় রাস্তার ধারে একটি চা বাগানে ঢুকে পড়ে। শেষমেশ ওই দুই হাতি চা বাগানে ঘুমিয়ে পড়ে। আর সেই ছবি ওঠে সিসিটিভি ফুটেজে। ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

মাতাল ওই দুই হাতির চা বাগানে শুয়ে থাকার ছবি তোলেন বিংবিং নামের এক ট্র্যাভেল ফটোগ্রাফার।

Leave a Reply