গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে ব্রিজের রেলিং থেকে পড়ে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার সকাল পৌনে ১০টায় ব্রিজের কাছে নদীর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাত ৮টায় নদীতে পড়ে যান তিনি।
নিহত মোরাদ শেখ ওই উপজেলার গোবরা গ্রামের খোকা মিয়া শেখের ছেলে। তিনি উলপুর বাজারের রাসেল শেখের ওয়ার্কসপে কাজ করতেন।
জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে কয়েকজন বন্ধুদের সঙ্গে উলপুর ব্রিজের রেলিং-এ বসে গল্প করছিলেন মোরাদ শেখ। হঠাৎ রেলিং থেকে পানিতে পড়ে তলিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার তৎপরতা চালায়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ হোসেন জানান, কোনো সন্ধান না পেয়ে রাতেই খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেয়া হয়। শনিবার সকালে নদীর তলদেশ থেকে মোরাদের লাশ উদ্ধার করেন তারা।