প্রথমবার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ হাসেমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ছেলে আজিজ আল কায়সার। এর আগে দেশের কয়েকটি গণমাধ্যমে এম এ হাসেম মারা গিয়েছেন বলে খবর প্রকাশিত হয়।
যেসব গণমাধ্যম মৃত্যুর খবর প্রকাশ করেছে তা সঠিক নয় উল্লেখ্য করে আজিজ আল কায়সার জানান, তার বাবা রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি এই তথ্য জানান।
প্রসঙ্গত, এম এ হাসেম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এম এ হাসেম হাসপাতালে ভর্তির সময় তার ছেলে আজিজ আল কায়সার জানিয়েছিলেন, করোনা পজিটিভ হওয়ার পর তার বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।