prothombarta24

বাসায় বসে বসে একঘেয়েমিতে বিরক্ত ফুটবলারেরা টয়লেট পেপার নিয়ে জাগল করছেন। সেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন ‘টয়লেট রোল চ্যালেঞ্জ’ হিসেবে। উদ্দেশ্য একটাই, তাঁদের এই টয়লেট রোল চ্যালেঞ্জ দেখে মানুষ যেন করোনার এই দুঃসময়ে বাড়িতেই থাকেন।
বাকি সব ফুটবলার যেখানে মাত্র দশবার জাগল করেই থেমে গিয়েছিলেন, মেসি সেখানে টয়লেট রোল জাগল করেছেন উনিশবার। মেসির সমান উনিশবার জাগল করে দেখালেন এবার বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াও!

গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করেন জামাল। সেখানে দেখা গেল, আপাদমস্তক কালো হুডি, গেঞ্জি, প্যান্ট আবৃত জামাল টয়লেট রোল জাগল করছেন। এক, দুই, তিন করে থামলেন একদম উনিশে গিয়ে। শেষে জোরে ভলি করলেন একবার, মনে হলো, সামনে ফাঁকা গোলপোস্টই আছে বুঝি! ভিডিওর ক্যাপশনে জামাল লিখেছেন, ‘বাসায় থাকুন, কাজ করুন, নিরাপদ থাকুন।

Leave a Reply