Spread the love
আজ করোনা টিকা নিলেন মেহের আফরোজ চুমকি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বপ্রথম করুনার টিকা নিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী কালীগঞ্জের মাটি ও মানুষের নেত্রী মেহের আফরোজ চুমকি (এমপি)। তিনি রোববার সকাল এগারটার সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে সর্বপ্রথম টিকা গ্রহণ করে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এই সময় কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.মিনহাজউদ্দিন মিয়া সহ অন্যরা ।
মারুফ হাসান কালীগঞ্জ প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলা