ড্যানিয়েল ফ্যালিন্সের বলে দাসুন শানাকা আউট হওয়ার পর অজি ক্রিকেটাররা উল্লাস করছিলেন। এমন সময় দেখা যায়, ক্রিকেটারদের জন্য ড্রিংকস নিয়ে দৌঁড়ে মাঠে প্রবেশ করছেন অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন! স্বয়ং প্রধানমন্ত্রীকে দৌঁড়ে আসতে দেখে অবাক হয়ে যান সবাই। একপর্যায়ে ক্রিকেটারদের কাছে এসে তাদের সঙ্গে হ্যান্ডশেক করেন মরিসন। ড্রিংকস গ্রহণ শেষ হলে তিনি আবারও বক্স নিয়ে ফিরে যান ডাগ-আউটে।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রনায়কদের ক্রিকেটপ্রেম নতুন কিছু নয়। তবে মরিসন এবার নতুন কিছুই সৃষ্টি করলেন। তার এমন উদ্যোগে ধন্য ধন্য পড়ে গেছে সোশ্যাল সাইটে। ভাইরাল হয়ে গেছে তার মাঠে প্রবেশের সব ছবি। পার্থ ক্রিকেট গ্রাউন্ডের অফিসিয়াল টুইটার পোস্টে বলা হয়েছে, ‘কী অসাধারণ এক অভিজ্ঞতা! আমাদের প্রধানমন্ত্রী একজন সাধারণ বয়ের মতো ক্রিকেটারদের পানি খাইয়েছেন।’ এমন অসংখ্য পোস্টে দারুণ সাধুবাদ পাচ্ছেন মরিসন।